Skip to main content

Posts

বক্স অফিস- অর্থনীতির নতুন মাপকাঠি

ভারতে ইনসিওরেন্স ব্যবসার ইতিহাস পড়াতে গিয়ে '৯১ পরবর্তী বিশ্ব-অর্থব্যবস্থা এবং এই নতুন ব্যবস্থায় কিছু সূচকের ভয়ঙ্কর বাড়বাড়ন্ত নিয়ে দু কথা বলতেই হয়। যেমন জিডিপি। জিডিপির বৃদ্ধির হার ১শতাংশ বাড়লে সরকার যেমন তার কৃতিত্ব দাবি করে, ১শতাংশ কমলে বিরোধীরা সরকারের মুন্ডপাত করতে ছাড়ে না। যেহেতু আজকের dominant Economic concept এ এই জিডিপি হলো অর্থনৈতিক উন্নয়নের সবথেকে জোরালো সূচক তাই, জিডিপি তে ইনসিওরেন্স সেক্টরের Contribution কি ভাবে বাড়ানো যায় এবং সেই সূত্র ধরে ভারতের ইনসিওরেন্স ব্যবসায় বেসরকারি সংস্থার জন্য 'খোলো খোলো দ্বার' কি ভাবে আজকের এই বাস্তবতা তৈরী করেছে সে সব আলোচনা করতে হয় বৈকি। অর্থনীতিতে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সূচক আছে, যেমন CPI- Consumer Price Index, PPI- Producer Price Index ইত্যাদি। সম্প্রতি আর  একটা সূচকের কথা জানতে পারলাম যা আমার মতো অর্থনীতির 'সহজপাঠ' পড়া মানুষকে চমৎকৃত করেছে, সূচকটির নাম - বক্স অফিস ! অর্থনীতিবিদ কৌশিক বসু তার ' অর্থনীতির
Recent posts

উৎসব ১

"এরা কারা! চা খেতে বাইরে যাচ্ছি, বলে কিনা স্যার খাতায় এন্ট্রি করে যান!" উৎসব শুরু হয়ে গেছে। শহরতলানীর এক জনবহুল স্টেশনে আমি তখন অসহায়, ট্রেনের অপেক্ষায়। বেশ মালুম পাচ্ছি একটা দুটো ট্রেন ছাড়তেই হবে, নইলে মোবাইল ফোন, কিছু টাকা এবং জীবনের মায়া ত্যাগ করতে হয়। জীবন অতটা দামি কিছু নয়, টাকা সে তো আছে সাকুল্যে শ'খানেক। কিন্তু মোবাইল ফোনটা গেলে বাকি জীবন চলবে কি করে সেই ভেবেই থমকে গেছি। এমন সময় এই চা খাওয়ার মন্তব্যে আমার স্বভাব কৌতূহলী মস্তিষ্ক কানকে সজাগ করে দিল। উৎসবমুখর আবালবৃদ্ধের সম্মিলিত ক্যাকোফোনিকে আমার প্যারাইটাল লোব কিছুটা মিউট করে এই ভদ্রলোকের কথা গুলোকে স্পষ্ট করে তুলল। ভদ্রলোক শিক্ষকতা করেন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। তাঁর কথায়, ইদানিং কলেজের এইচ আর (HR) ডিপার্টমেন্ট কিছু নতুন নিয়ম চালু করেছে। যার একটা হল নির্দিষ্ট ফ্লোর থেকে বেরতে গেলে খাতায় এন্ট্রি করতে হবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি ইত্যাদি। ক্যান্টিনে চা খেতে গেলেও অতএব এখন খাতায় এন্ট্রি করতে হচ্ছে! শুধু এটুকুই নয়, প্রতি ক্লাসে সি সি ক্যামেরা বসানো হয়েছে এবং শিক্ষকদের প্রতি কড়া নজরদারি চালু হয়েছে যাতে তাঁর